শব্দব্রাউজ ৬৫৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-656, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪। ১১। ২২। সকাল আটটা ।
শব্দসূত্র: অভিমানে যেও না
অভিমান শুরু হলে
সময় বিস্বাদ,
দীর্ঘ সময় এভাবে কাটে....
অভিমানে ছেড়ে যাওয়া
যায় না,
ভালোবাসা পিছু টানে ।
অভিমানের শেষ হলে
প্রেম
যেতে চায় না ।
অভিমানের শেষ হলে
উত্তরমুছুনপ্রেম
যেতে চায় না- দারুণ। মন্তব্যে নৃপেন