শব্দব্রাউজ ৬৫৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-655, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৩।১১। ২২। সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: ছোঁয়া উত্তুরে হাওয়া
শিহরণ গড়ে ওঠে
শীতলতার ছোঁয়ায় ।
প্রেম নয়, নিঃস্তব্ধতা নয়
হাওয়া বাতাসের শব্দে
এক বুক প্রিয়তা।
উত্তুরে হাওয়ার দিন
উষ্ণতা ডেকে নেয়
নিপুণ সুরে ।
ওম আমার সুখ
ছুঁয়ে যায় ।
যাকে চাই সারাক্ষণ
ভালোবেসে
শীতল হাওয়ার শব্দ
কানে কানে বুঝিয়ে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন