শব্দব্রাউজ ৬৫৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-654, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ১১। ২২ । সকাল আটটা ।
শব্দসূত্র: আমি বাণিজ্যেই যাব
শুভ না বাসা বাঁধুক
অশুভ কিছু তো পাব,
সুতরাং যাব উল্লাস নিয়ে
মধুর বাণিজ্যে।
এ পোড়া দেশে বাণিজ্যেও
অলক্ষী স্বাদ
সে স্বাদ নিয়ে ছুটি
অনিশ্চয়তার দিকে ।
যাব বললেই ইচ্ছে তৈরি হয়
আয় সপ্তডিঙা ছাড়ি
অজানার দিকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন