শব্দব্রাউজ ৬৫১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-651, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৯। ১১। ২২। সকাল আটটা দশ মিনিট ।
শব্দসূত্র: মনের গোলোকধাঁধায় হাঁটছি
১।
মনের অ-সুখের রহস্যে
হাজারো সময় নষ্ট
অথচ ভরপুর জীবন
সামনে ছড়িয়ে ।
শুধু হাত বাড়িয়ে নিতে পারছি না।
২।
গোলকধাঁধার ভয়
জড়িয়ে মড়িয়ে
আমার সঙ্গে খেলা করে
আমি আরো অ-সুখের ভেতরে
ঢুকে পড়ি ।
৩।
হাঁটছি । রাস্তা বেড়ে যাচ্ছে ।
অ-সুখের শেষ কোথায়?
দারুণ শৈলী।
উত্তরমুছুন