শব্দব্রাউজ ৬৫০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-650, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল সাতটা ।
শব্দসূত্র: কাটছে নিজের সঙ্গে
বেশ কাটছে
দিন
আবার কে কিভাবে
উড়িয়ে উধাও করছে!
বেশ কাটছে
নিজের মতো
উদাসীন ।
বাধা দেবার কেউ নেই ।
বেশ সঙ্গে আছে
কল্পনা
এর বেশি খুশির
আছে কি!
সুতরাং সারাদিন এভাবে কাটুক ।
দারুণ শৈলী।
উত্তরমুছুন