শব্দব্রাউজ ৬৪৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-647, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৪৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫। ১১। ২২।সকাল ৮টা ৫০ মিনিট ।
শব্দসূত্র: আশ্চর্য জড়িয়ে যাচ্ছি
১। আশ্চর্য দিন আমি যতক্ষণ
ততক্ষণ আমার সঙ্গে,
বাস্তবে আবেগ আমায় ঘিরে ।
২। জড়িয়ে থাকার আনন্দ যেমন
যন্ত্রণাও তেমন,
শান্তি বড় দুর্লভ ।
৩। যাচ্ছি কি লক্ষ্যে
কে জানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন