শব্দব্রাউজ ৬৩৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-639, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৮। ১০। ২২। সময় দুপুর একটা ।
শব্দসূত্র: আয় মিলে যা
তুই আয়
ঘা খাওয়া সময়
ভুলে ।
মিলে যা আশায়
এক আকাশ
সম্ভাবনায় ।
আয় মিলে যা
উল্লাসে ।
আনন্দে। সুরে । তালে ।
ঘা খেয়ে আসা তো তাগিদে। আবার ভুলে কেন?
উত্তরমুছুন