শব্দব্রাউজ ৬৩৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-637, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: নিশ্চুপ শব্দের সময়ে
নিশ্চুপ সারাদিন
তবু হাজারো শব্দ
মনে
নিজে নিজে ।
শব্দ জড়ায় ভরায়
আলগোছে ।
সময় আমার সময়
বিনা কোলাহলে
কেটে যাচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন