শব্দব্রাউজ ৬৩৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-636, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ১০। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: অভ্যেসে ভাবি নাচি গাই
অভ্যেসে ভাবি । সকালে কবিতা, আরো কত! হাট বাজার নাস্তি করে ঘরে ভাবনায় ভাসি । অভ্যেসে ভাবি ।
নাচি ঢিমে তালে । তাও অভ্যেসে। সকালের এফ এম রেডিও- র চটুলতায় স্নিগ্ধতা হারাই । রমন স্পৃহা ছুটে আসে ।
গাই ভুল সুরে । নিছক । প্রতিদিন অভ্যেস এভাবে বেঁধে রাখে
একঘেয়ে জীবনের ছবি।
উত্তরমুছুন