বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

শব্দব্রাউজ ৬৩৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-636, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৬৩৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-636, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৬৩৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ১০। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।


শব্দসূত্র: অভ্যেসে ভাবি নাচি গাই


অভ্যেসে ভাবি । সকালে কবিতা, আরো কত! হাট বাজার নাস্তি করে ঘরে ভাবনায় ভাসি । অভ্যেসে ভাবি ।


নাচি ঢিমে তালে । তাও অভ্যেসে। সকালের এফ এম রেডিও- র চটুলতায় স্নিগ্ধতা হারাই । রমন স্পৃহা ছুটে আসে ।


গাই ভুল সুরে । নিছক । প্রতিদিন অভ্যেস এভাবে বেঁধে রাখে

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...