শব্দব্রাউজ ৬৩৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-635, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ১০।২২। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: মেঘলা ধূসর সাজ
মেঘের ঘরে মেঘলা মেয়ে সাজগোজে ব্যস্ত । সে কখনো ঘুটঘুটে কালো কখনও পেঁজা তুলোর মেখলা পরে সারা আকাশ জমিয়ে রাখে । মেঘের ঘর এত পরিস্কার রাখে যে আকাশ সে ঘরে বিশ্রাম নেয় ।
মেঘলা মেয়ে যত মেঘের সাজ পরুক না কেন শেষমেশ বাতাসের প্রেমে ভেসে লজ্জায় জল হয়ে গড়িয়ে পড়ে । চাতকের তখন ফটিক জল বলা বন্ধ ।
মুহূর্তে পাল্টায় মেঘলা মেয়ের সাজগোজ । ওতেই তার আনন্দ ।গোধুলি রঙের শাড়ির আঁচলে লাগায় তারাদের । তখন মেঘলা মেয়ে হাসে আর সুন্দর হয় জীবন ।
সুন্দর শৈলী।
উত্তরমুছুন