শব্দব্রাউজ ৬৩৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-634, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ১০। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট
শব্দসূত্র: লগ্ন বয়ে যায়
লগ্নের ভেতর সমৃদ্ধি খুঁজি । খুঁজি উল্লাস । শব্দদূষণ কণা তখন বোধে আসে না। অমৃত সময় কোথা? সমৃদ্ধি তাই খোঁজাই সার ।
যায় দিন, হিসেব মতো বয়ে । গুচ্ছের চিন্তার সমাধান হয়ে গেলে ফর্দ যেমন ছিঁড়ে ফেলি, তেমনি জীবনের অনেক মুহূর্ত আস্তাকুড়ে । হা হা ....
দারুণ।
উত্তরমুছুন