শব্দব্রাউজ ৬৩৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-633, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ১০। ২২। সকাল সাতটা পাঁচ মিনিট ।
শব্দসূত্র: নতুন প্রাণ দাও
নাও নিয়ে নতুন
উদ্ভাস ।
ছুঁয়ে থাকো নিখুঁত প্রত্যয়ে ।
প্রাণ ছুঁয়ে থাক প্রাণে ।
দাও আমায় বেহিসেবি তৃষ্ণা
এক সাগর মনন
জিজ্ঞাসা তাড়িয়ে মারুক
অপূর্ব।
উত্তরমুছুন