শব্দব্রাউজ ৬৩১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-631, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।২০। ১০। ২০২২। সময় সকাল সাতটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: অচেনা খেলা খেলি
অচেনা চেনা হলে
তাকে জুড়ে থাকে
অবাক মন।
আমার সঙ্গে খেলে সে ।
আমিও খেলি তার সঙ্গে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন