শব্দব্রাউজ ৬২৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-627, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৬। ১০। ২০২২।সকাল ৮টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: সারারাত আকাশে সলমা জরি
সারারাত সময় জুড়ে
আকাশ তারা
ঘুমোতে বলে,
তখন তাদের কথা বলার পালা ।
ঝিকিমিকি সলমা জরি
দিয়ে বুনে যাওয়া
শূন্যের সামনে আমি
জিজ্ঞাসা চিহ্ন মেলে ধরি,
আকাশ শুধু হাসে
কোন উত্তর আমাকে দেয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন