শব্দব্রাউজ ৬২৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-626, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ১০। ২২। সময় সকাল সাতটা তিরিশ মিনিট ।
শব্দসূত্র: মনে নেই মন
মন কি উত্তর দেবে
কেউ জানে?
এক সমুদ্র উত্তরের
সামনে বিপর্যস্ত মন
খোঁজে আর খোঁজে.....
নেই কিছুই, সুখ দিন
অদৃশ্য
শুধু প্রশ্ন উত্তরের খেলা
আজন্ম ।
মন কি কাজ করবে?
কাজ তো করে দেহ......
কবিবর,
উত্তরমুছুনএ কি লিখিলে?
মন না দিলে সায়
দেহ বল না পায়
মনেই আছে মনন
দেহ জড়বৎ
শিউলি না ফুটলে
হারায় শরৎ