শব্দব্রাউজ ৬২৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-625, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪। ১০। ২২। সময় সকাল সাতটা ।
শব্দসূত্র: প্রহসন যখন মন্ঞ্চে
প্রহসন যখন মন্ঞ্চে
তখন
বিনোদন ছুঁয়ে,
বাস্তবের প্রহসন
হতাশার শেকড়ে ।
প্রহসন যখন মন্ঞ্চে
তখন
অবুঝ উল্লাস ।
রাস্তায় এলে
মুছে যায় ।
প্রহসন তবু পৃথিবীকে
ছুঁয়ে থাকে ।
অপূর্ব।
উত্তরমুছুন