শব্দব্রাউজ ৬২৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-623, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ১০।২২। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: হাজারো গানে ভাসি
হাজারো সুর তানে
মিশিয়ে
সকাল মধুর,
মধু মধু......
গানে ভাসি হেমন্ত
লতা সন্ধ্যা দ্বিজেনে,
এখনো স্বর্ণযুগ
আনন্দে ভাসায় ।
গানে ভাসা আলাদা
মুহূর্ত
ভোরকে আরো কাছে নিয়ে আসে ।
ভোরাই যেন!!
উত্তরমুছুন