শব্দব্রাউজ ৬২১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-621, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১০। ১০। ২২। সময় ১২টা ২০ মিনিট ।
শব্দসূত্র: নাম থাক হৃদয়ে
১। ফুলকে যে নামে ডাকি
তার গন্ধ
একই ।
২। থাক অনির্বাণ
সুখকর দিন,
এই আমি চাই ।
৩। হৃদয়ে হরেক আকাঙ্ক্ষা
একে একে
কিভাবে মিটে যায়!
কিছু মিস করলাম।
উত্তরমুছুন