শব্দব্রাউজ ৬১৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-619, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬১৯ ।। নীলাঞ্জন কুমার
প্রুডেন্ট প্রাণা । গড়িয়া । ৮।১০।২২। সকাল- ৭টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: সুরবাহারে বাজে মন
সুরবাহারে বাজে
ঝনন ঝনন
সারেঙ্গিতে বাজছে
সারেমাগা
মনে ।
রুদ্রবীণায় বাঁধি সুর
এস্রাজের ছড় তারে,
বাজায় জীবন ।
মন খারাপ হলে
বেহাগ
মন ভালো হলে
হিন্দোল
নাচায় । কাঁদায় । হাসায় ।
বাহ্, জীবনের জলছবিটা যেন।
উত্তরমুছুনরাগ-বর্ণালী। চমৎকার।
উত্তরমুছুন