শব্দব্রাউজ ৬১৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-617, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬১৭ ।। নীলাঞ্জন কুমার
প্রুডেন্ট প্রাণা । গড়িয়া । ৬। ১০। ২২। সকাল সাতটা পঁচিশ মিনিট ।
শব্দসূত্র: নীলকণ্ঠ পাখি ওড়ে
নীলকণ্ঠ পাখির খবর
চলে গেছে অন্তরীক্ষে
দেবী যাচ্ছেন।
কোলাকুলির ভেতর দিয়ে
ওড়ে ওড়ে
সম্প্রীতি ।
এই তো জীবন কাকা ....
চিরন্তনতা। ভালো লাগলো।
উত্তরমুছুন