শব্দব্রাউজ ৬১৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-616, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬১৬ ।। নীলাঞ্জন কুমার
প্রুডেন্ট প্রাণা । গড়িয়া । ৫। ১০। ২২। সময় ৭টা ৫০ মিনিট ।
শব্দসূত্র: ছেড়ে দেব না
ছাড়বো না বলেই ধরেছি
আঁচলে বেঁধে
আজীবন এভাবে রাখলে
তবেই খুশি ।
দেব মনন সম্ভার সকলের কাছে
দেব হৃদয় সকলের কাছে
লিপিবদ্ধ হোক সব
নন্দন মুহূর্তে ।
না, যে তোমায় ছাড়ুক
যে সে অবহেলা করুক
আমি ধরে রাখবোই
হেসে হেসে, ভালোবেসে ।
এটাও সুন্দর।
উত্তরমুছুন