শব্দব্রাউজ ৬১৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-614, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬১৪ ।। নীলাঞ্জন কুমার
প্রুডেন্ট প্রাণা । গড়িয়া । ৩।১০। ২২। সকাল ৭টা ১০মিনিট ।
শব্দসূত্র: মেঘের সাজে আকাশ
মেঘ সেজেছে মেঘলা রঙে
মাটিতে বৃষ্টি ফোঁটা
বাজছে বীরেন্দ্রকৃষ্ণ
পুজো এসেছে ।
রঙ জমিয়ে বাংলা মাতে
সকাল দুপুর সন্ধ্যে বিকেল ।
সূর্য মেঘের লুকোচুরি
আকাশ জুড়ে
এই তো শরৎ । এই তো জীবন ।
👌
উত্তরমুছুন