শব্দব্রাউজ ৬১১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-611, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬১১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । তেঘরিয়া মেন রোড । ৩০ ৯। ২২ । সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: আনন্দধ্বনি বাজে আজ
আনন্দধ্বনি
মুহূর্তে মুহূর্তে সরে
দুঃখ ডেকে আনে ।
মনখারাপের বিকেলে বাজে
' সুন্দরী গো দোহাই দোহাই '
নিচু স্বরে,
জাদু বাস্তবতা আমায় জড়ায় ।
আজ অর্গাজমে বিশেষ
চান্ঞ্চল্য,
বোঝা যায় নিঃশ্বাস প্রশ্বাসে।
সার্বজনীন অনুভূতি। ভালো লাগলো।
উত্তরমুছুন