সোমবার, ১০ অক্টোবর, ২০২২

এক অন্ধ কবুতরের জীবন ।। দেবাশিস সরখেল ।। কবিতা, Debasis Sarkhel

এক অন্ধ কবুতরের জীবন

দেবাশিস সরখেল 



যে বিচ্ছুরণগুলি বন্ধুতার দিকে প্রীতিময় প্রবাহে লালিত।

 তারা স্থিতি জাড্যে আছে ।


 এক মধুর প্রবাহ 

গান গেয়ে     পান করে 

কুলকুচি করে

 চলে গেছে বেহালা বাজিয়ে ।


 তোমার কোন অলৌকিক জাদুকাঠি নেই

 তুমি জানো

 পাঁকাল তুড় মাগুরের চেয়ে  মানুষ ধরা শক্ত ।


 ভাড় ভেঙ্গে  মুখ মুছে 

যে ধুরন্ধর বিড়াল পালায়

 সে প্রকৃত পালায় না

তুতু করে ডাকলে তুড় মাছের কাঁটা দিলে

 খেতে আসে ।


 বকম বকম করা যখন ছেড়েছে অন্ধ কবুতর

   বুঝেছে পরিশীলিত যাপনের কাল ।


 তখন সময় নাই আর  

কালের রাখাল বাঁকা হাসি হেসে 

ডোর বেল বাজিয়ে দিয়েছে ।

৩টি মন্তব্য:

  1. কবিত্বের সত্তা আবেসিত হয় বিভিন্ন রুপ,রঙ,গন্ধ নিয়ে। সেই সত্বায় সৃষ্টি হয় মৌলিক কবিতা।কবিতাটি সেই আবেগ নিয়েই মুগ্ধ করেছে।

    উত্তরমুছুন
  2. দেবাশীষ চক্রবর্তী১৫ জুলাই, ২০২৩ এ ১১:০১ PM

    কবিত্বের সত্তা আবেশিত হয় বিভিন্ন রুপ,রঙ,গন্ধ নিয়ে। সেই সত্বায় সৃষ্টি হয় মৌলিক কবিতা।কবিতাটি সেই আবেগ নিয়েই মুগ্ধ করেছে।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...