বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

জটিলতা ।। চিরঞ্জীব হালদার।। কবিতা, Chiranjib Haldar

 জটিলতা

চিরঞ্জীব হালদার



কাঁকড়াবিছেটা ভাবছিলো সে যাকে দংশিবে বলে ভেবেছে প্রতিপক্ষ যদি আগে কামড়ার তাহলে সে নিজে কিভাবে তার ফিঁয়াসের কাছে ফিরে যাবে


এই ইনফিরিওরিটি ইনডেক্সের ঘেরাটোপ থেকে 

সে আক্রমনে যাবে কি যাবে না 

এই দোলাচলে সে এক বহুরূপীর দ্বারস্থ

সেই বহুরূপী টি তখন এক লাইভ শোয়ে বিচারকের আসনে 

সেখানে তখন দংশন জনিত রূপ চর্চার ধামাকা


এখন বেতাল জিজ্ঞেস করতে পারে 

এমন বিবেচনা প্রসুত উত্তর আমাদের দৈনিক হেঁসেলে ঢুকে পড়লে কে বেশী সুপিরিয়র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...