জটিলতা
চিরঞ্জীব হালদার
কাঁকড়াবিছেটা ভাবছিলো সে যাকে দংশিবে বলে ভেবেছে প্রতিপক্ষ যদি আগে কামড়ার তাহলে সে নিজে কিভাবে তার ফিঁয়াসের কাছে ফিরে যাবে
এই ইনফিরিওরিটি ইনডেক্সের ঘেরাটোপ থেকে
সে আক্রমনে যাবে কি যাবে না
এই দোলাচলে সে এক বহুরূপীর দ্বারস্থ
সেই বহুরূপী টি তখন এক লাইভ শোয়ে বিচারকের আসনে
সেখানে তখন দংশন জনিত রূপ চর্চার ধামাকা
এখন বেতাল জিজ্ঞেস করতে পারে
এমন বিবেচনা প্রসুত উত্তর আমাদের দৈনিক হেঁসেলে ঢুকে পড়লে কে বেশী সুপিরিয়র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন