শব্দব্রাউজ ৬০৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-609, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৮। ৯। ২০২২। সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: আকাশ তো বড়
আকাশ ডাকলে
মন খারাপ উধাও ।
বাতাস ডাকলে
নীরবে তাকে মাখি ।
স্বপ্ন ভাঙলে ছুটে আসে
কলুষ বাস্তব ।
তবু আকাশ তো আমাকে
ছাড়ে না ।
সারাদিন
শব্দসন্ধান ছোটায় ছোটায় ।
বড় জীবনের প্রত্যাশার
স্বাদ স্বাদু,
শুধু ধরা কঠিন ।
আপনি ভাবের সন্ত্রাসবাদী।
উত্তরমুছুন