শব্দব্রাউজ ৬০৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-608, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ৯। ২০২২। সকাল ৭টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: লগন বয়ে যায়
লগনে আছে শুভ
তাই
অমৃতযোগে গা ভাসাই ।
বয়ে বয়ে নিয়ে যাই
দিনরাত
কোথাও কোন ভার
মনে হয় না ।
যাবে বলে আসোনি
তবু
যেতে হয়
স্বাভাবিক তালে ।
ওফ্ফ। আমি চিতপাত।
উত্তরমুছুন