শব্দব্রাউজ ৬০৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-606, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫।৯। ২২। সকাল আটটা ।
শব্দসূত্র: পুণ্যতা মাখা দিন
পুণ্যতার সামনে তুচ্ছ
অশুদ্ধ,
আয় স্বাদু দিন ।
শান্তি মাখা জীবন
এই সকালে,
আরো হাজার মনের
মাধুরী মেশায় ।
বীরেন্দ্রকৃষ্ণর চণ্ডীপাঠ
দিনের রূপরেখা
বদলায় ।
প্রাণবন্ত হয়ে উঠি ।
বিশেষ এক দিনের বিশেষ অনুভূতির প্রকাশ। সুন্দর।
উত্তরমুছুন