শব্দব্রাউজ ৬০৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-603, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৯। ২২। সকাল আটটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: পালাবার পথ নেই
পালানো মানে নিরুদ্দেশ নয়
পালানো মানে বাস্তবতা থেকে
চলে যাওয়া নয় ।
সত্য ছেড়ে পালানো যায় না ।
শুধু মিথ্যে থেকে পালাতে চাই ।
পথ কোথা মিথ্যের বাইরে
পাপী মন হাত তুলে
প্রেজেন্ট প্লিজ বলে ।
ফেরার পথ কি নেই?
ভাবতে ভাবতে ভাবনার কেন্দ্রে
কখন পৌছোই!
এ এক চক্রব্যূহ। নিস্তার নেই। ভালো লাগলো।
উত্তরমুছুন