শব্দব্রাউজ ৫৯৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-599, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৯৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ৯। ২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: তুমি সে এবং নীলাঞ্জন
তুমি শব্দে আমিও আছি
গোপনে ।
সে শব্দে কিছু দুরত্ব
কিছু ব্যবধান ।
এবং নীলাঞ্জন সে সব শব্দ
গেঁথে গেঁথে
বিনে সুতোর মালা গাঁথে ।
সুন্দর রূপক কবিতা।
উত্তরমুছুন