শব্দব্রাউজ ৫৯৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-594, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৯৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ৯। ২২।সময় ৮ টা ১৫মিনিট ।
শব্দসূত্র: আমাকে বাদ দিয়ে
আমাকে ' আমি ' থেকে বাদ দিলে
হাজারো শব্দ জড়ো হয়ে যায় ।
বাদ দিতে দিতে নিঃস্ব হলাম
এখন আমার মজা
আকাশচুম্বি ।
সবাই- এর ভেতর নিজেকে মেনে নিয়ে
ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন