শব্দব্রাউজ ৫৯৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-593, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৯৩। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪। ৯। ২২। সময় সকাল আটটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র : ল্যাজেগোবরে হওয়ার সময়
ল্যাজেগোবরে করার মতো দিন
আমার সঙ্গে ছায়ার মত থাকে
হুট করে কখন যে নাস্তানাবুদ করবে
দেবতাও জানে না ।
বড় বেশি ব্যস্ত হওয়ার মতো
কিছু নেই,
লক্ষ্য ধীরে ধীরে গড়ে ওঠে ।
সময় শেখায় ন্যায় অন্যায়
পাপ তাপ
মূল্যবোধ জড়িয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন