শব্দব্রাউজ ৫৯২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-592, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৯২। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ৯। ২২। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: এগিয়ে গিয়ে পাবো তোমায়
এগিয়ে গিয়েই না হয় কাছে এলাম
ভালোবাসা কুড়িয়ে কোচরে ভরলাম।
এগিয়ে গেলে কি অহংকার নাশ,
না কি ব্যক্তিত্ব লাঘব?
তবু পাবো আলিঙ্গন শরীরী তাপে
মন পাব কিছু পরে সেতো ভবিতব্য ।
স্বপ্ন রমন স্বাদ বড় ক্লিশে
তোমাকে চাই রাতের সুখে নয়
অবিরাম রক্তপ্রবাহে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন