শব্দব্রাউজ ৫৮৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-587, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮৭
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫। ৯। ২২।সময় সকাল আটটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: হায় প্রাণ যায়
সারা মনে দুঃখ মাখি
তাই আমি হায় বলি না
নিত্যি বাস্তব দেখি ।
পাপপুণ্যের দ্বন্দ্ব নিয়ে
প্রাণে হাজারো আলোড়ন
কি করে সমাধান করি !
দিন যাবে রাতও যাবে
নিয়মের নামতার মতো
বাঁচাও থাকবে ,
কেন কেন কেন .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন