শব্দব্রাউজ ৫৮৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-586, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮৬
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬। ৯ । ২২। সময়- ৭টা ৫০মিনিট ।
শব্দসূত্র: কি কেন কিভাবে
বলির জন্তর মতো কি
শেষ সময়ের অপেক্ষা?
আর ভাসমান দিন জুড়ে
আদরণীয় হওয়া
সত্যিই কি এক ব্যাপার!
কেন হিসেব যেন জীবন প্রবাহ
বুঝতে বুঝতে শুধু
বুক পকেট হাতড়ানো ।
সুখ দিন থেকে কিভাবে
দুঃখের দিন আসে
আমায় কে জানাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন