শব্দব্রাউজ ৫৮৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-585, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮৫
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৪। ৯। ২২। সময় ৮টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: সোনা রোদের গান
সোনা রং ঝিকিয়ে উঠলে
চোখ ধাঁধায়
পৃথিবী তখন অন্যরূপে ।
মেঘলা রোদের দিন
আমায় টানে
আমি আমাকে দেখতে পাই ।
মৌন গান মন তরঙ্গে
যখন তখন ,
সে বড় স্বাধীন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন