শব্দব্রাউজ ৫৮৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-584, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮৪
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২। ৯। ২০২২। সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: চলেছো কোন পথে
পথ চলার ভেতরে
হিসেব থাকে হাজারো,
লক্ষ্যও ।
এগোনোর জন্যেই পথ
আর প্রকৃত সত্যের জন্য পথ
কে বোঝে!
উল্টো করে হাঁটা যায় না পথে
সবাই জানে
জানে বলেই এগোতে বাধ্য হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন