শব্দব্রাউজ ৫৮৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-583, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮৩
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩। ৯। ২২। সময় সকাল সাতটা দশ মিনিট ।
শব্দসূত্র: শুরু থেকে শেষ প্রান্তে
তাহলে শুরু করা যায়
প্রতিদিন নতুন
শব্দ খোঁজার পালা,
উল্লাস সেখান থেকে গড়ে উঠবে ।
তাহলে শব্দ থেকে শুরু হোক
মনন যাত্রা
মনেপ্রাণে সত্য স্থাপন ।
শেষ কথা বলার দিন
কোন দিন আসবে না,
কে যে হাত ধরে নতুন
শব্দ পথে নিয়ে যাবে ।
শব্দ পথিক শব্দের প্রান্তে
পৌছোলেও
সে আরো চায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন