শব্দব্রাউজ ৫৮০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-580, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৮০
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩১। ৮। ২০২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: মনের ময়লা যাবে কেমনে
মনের ভেতরে শব্দ
জমতে জমতে,
কখন যে শুদ্ধ হয়ে যায়
বোঝা দায়!
ময়লার ভেতর থেকে খুঁজে আনি
নিষ্পাপ সব,
পুরীষ আমায় ছোঁয়
মিশে যেতে পারে না ।
যাবে যাক ঘৃণ্য জীবন
অন্তরালে,
আবাহনেও নেই, বিসর্জনেও নেই ।
জানিনা মনের ময়লা কি করে
যাবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন