কিছু বই কিছু কথা- ৩০০। নীলাঞ্জন কুমার
আইল্যা পায়াস । নীহার জয়ধর । সুতরাং, বাণীপুর , চব্বিশ পরগনা ( উত্তর) । একশো ত্রিশ টাকা ।
' তারপর একদিন বিক্রি হয়ে যাই লপ্তে/ উঁচু থান নিচু মাথা / মার্কেটে, আমার অর্জিত ইমারত ' (' উচ্চতার')
মতো কবিতা যখন কোন কবির প্রথম কবিতা গ্রন্থে পাওয়া যায় তখন তার প্রতি আকর্ষণ বাড়ে বৈকি । নীহার জয়ধরের প্রথম কাব্যগ্রন্থ ' আইল্যা পায়াস ' -এ
ছড়িয়ে আছে এ ধরনের অনেক পংক্তি যার ভেতরে থেকে তাঁর কবিতার প্রতি ভালো লাগা গড়ে ওঠে । তবে এ কথা বলতেই হয় কবির কবিতায় কিছু কিছু ক্ষেত্রে অতিশয়োক্তি লক্ষ্য করা যায় যা কারো প্রথম কাব্যগ্রন্থে
যে কোন কবির থাকতে পারে । কিন্তু যখন এই কবির 'কিছু ফাটা মানুষেরা দরদাম করে নিয়ে যান ' ( ফাটা ডাল ও কপাল) নয়তো 'অচেনা পুরুষ/ পেঁয়াজের খোসার মতো অন্তর্বাস খোলার/ অধিকার কিনে নিলে/ ভাষা, তুমি সেই ' না ' এ লেখা অর্জিত সভ্যতা ' ( যেভাবে তোমাকে পাই) পড়তে পড়তে সেই সব ত্রুটি বিচ্যুতি কখন যে ভুলে যাই!
এক কথায় বলা যায় এই কবি অত্যন্ত সম্ভাবনাময় । তরুণ কবির পরবর্তী কাব্যগ্রন্থের দিকে তাকিয়ে রইলাম । কাব্যগ্রন্থের তুষার কান্তি সাহা কৃত প্রচ্ছদটি এক সাধারণ আঙ্গিকে বইটির মেজাজ ফোটাতে চেয়েছেন ।পরিশেষে নীহারের কাব্যগ্রন্থ কোনভাবে ' আইল্যা পায়াস ' ( নুনহীন পায়েস' )হয়নি ।
ভালো লাগলো
উত্তরমুছুন