সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

কিছু বই কিছু কথা- ৩০২। নীলাঞ্জন কুমার শ্মশান দশমী । কৌশিক মিত্র । Koushik Mitra

কিছু বই কিছু কথা- ৩০২। নীলাঞ্জন কুমার




শ্মশান দশমী । কৌশিক মিত্র । ভাষালিপি,  কলকাতা- ৯। চল্লিশ টাকা ।


অতি সম্প্রতি প্রয়াত কবি কৌশিক মিত্র বলা যায় অকালে চলে গেলেন । মৃত্যুর আগে তিনি চারটি কাব্যগ্রন্থ লিখে গেছেন । ' শ্মশান দশমী ' তাঁর প্রয়ানের পর তাঁর স্মরণসভায় এই  ক্ষীণতনু কাব্যগ্রন্থ প্রকাশিত হয় । যার ভেতর বেশ কিছু গুরুত্বপূর্ণ পংক্তি মগ্ন হওয়ার মতো । যেমন:  ' শোকজ্ঞাপনের কোন ভাষা আছে?  /  কোন দৃঢ়তা অটুট হয়ে থাকে? / দূর আকাশের কোনো পাখির উজানে?  ( ' তাপ') যা টাটকা শোককে জাগিয়ে তোলে ।
       সুনির্বাচিত এই কাব্য পুস্তিকায় ছড়িয়ে আছে সেই সব শব্দসমষ্টি যা অনেকাংশে আবেগী করে তোলে । যেমন ' যম' কবিতায় তিনি লিখেছেন:  ' এত যে আঁচলে  গিঁট,  রূপোর কেটলি আর সোনার চুড়িটি/  সব তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে । মনে হয় রোদ আর ছায়া/  সব শেষ হয়ে এলো/  এখন সন্ধ্যাকাল । '
        পুস্তিকার ১৫ টি কবিতার ভেতর পেয়ে যাই বেশির ভাগটাই মৃত্যুগন্ধ । ঘ্রাণ নিতে কষ্ট হয় । যেমন:  ' যখন একটা হু হু করা গঙ্গার পাড় ঝিম মেরে বসে থাকা শববাহকদের সাথে গভীর অন্ধকার চোরপুলিশ খেলে ।'( ' শ্মশান দশমী ')পাশাপাশি  তার বিপরীত দিকটিও আছে যা অনেক কম : ' খাঁচায় বন্দী এক বাঘিনীর বিষণ্ণ হুঙ্কারের কাছে পরাস্ত হয়েছিল আমার কৈশোর ।'('গারদ'), খুন্তির গুণে সব জল আলু মিলে মিশে থাক/  কিছুটা মাখনও তাতে নামানোর আগে যেন ফেলে দিও/ তবে লঙ্কার গুঁড়ো ঢালা বন্ধ করো না ।'
           সন্ঞ্জীব চৌধুরীর অতি সাদাসিধে প্রচ্ছদে এই 'শ্মশান দশমী ' যেন কবির মৃত্যু উপহার । পাঠকের জন্য । মানুষের জন্য । নিঃস্ব হওয়ার জন্য ।



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...