রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কিছু বই কিছু কথা- ৩০১। নীলাঞ্জন কুমার সপ্তসুর । হাবিবুর রহমান

কিছু বই কিছু কথা- ৩০১। নীলাঞ্জন কুমার




সপ্তসুর । হাবিবুর রহমান ।কবিতা কুটির সাহিত্য পত্রিকা । কোচবিহার । বিনিময় দেড়শো টাকা ।


জ্ঞানতই হোক বা অজ্ঞানতই হোক কবিতা লেখক হাবিবুর রহমান তাঁর অতি সম্প্রতি প্রকাশিত কবিতাগ্রন্থ ' সপ্তসুর '-এর অবতরণিকায় একটি অকাট্য সত্যি লিখে ফেলেছেন তা হল:  ' আমি কবি নই কিন্তু অবশ্যই এক প্রেমী ' এখানে প্রেমী অর্থে কবিতা প্রেমী যদি ধরে নিই তবে কোচবিহারের এক অনুষ্ঠানে অতি স্বল্প আলাপে ও তার কবিতা শুনে বুঝেছি তিনি সত্যি কবিতাপ্রেমী ও বিনয়ী । একথা সত্যি কবি হয়তো সবাই হন না কিন্তু কবিতাপ্রেমীও অঙ্গুলিমেয় । তাই কবিতাপ্রেমী হিসেবে এই সত্য উচ্চারণে তাঁকে ধন্যবাদ জানাতেই হয় ।
              হাবিবুর কবিতার ক্ষেত্রে পড়ে আছেন আজ থেকে প্রায় একশো বছর আগে । তিনি এখনো কবিতাতে '  বেদনা বিধুর ' , ' খরতাপ ' ,' নাকো ' , 'পেয়ালা ' ' কৃষ্ণ শরীর ' ইত্যাদি ইত্যাদি শব্দের ছড়াছড়ি । আসলে অন্তত আজকের কবিতা হয়ে উঠতে গেলে কবিকে তাঁর শব্দ চিন্তা পাল্টাতে হবে । নাহলে ' সপ্তসুর ' -এর মতো ব্যর্থ কাব্যগ্রন্থের জন্ম হবে । এসব বলার একটাই কারণ হাবিবুর যা লিখুন তার মধ্যে চেষ্টা আছে । শুধু অভাব আছে অনুশীলন ও পাঠের । সে কারণে সামান্য হলেও রেখাপাত করে ' তোমার কন্ঠস্বর হাওয়াতে ভাসে নিশুতি রাতে,  / আমি ছুঁতে পারি না একটিবার ভালোবেসে । '  ( ' ছুঁতে পারিনি ')। তাছাড়া দু-একটি শিরোনাম স্পর্শ করে যেমন তার ভেতর একটি ' খিদের কোন রং হয় না ' । আসলে তরুণ হাবিবুর সফল হোক এই কাম্য । কারণ কবিতার প্রকৃত কবিতাপ্রেমী  তারুণ্যের আজ বড্ড অভাব । সবাই প্রতিষ্ঠা,  খ্যাতি,  মোহ, কবি সম্মেলন,  ফেসবুক , লাইক,  কমেন্টস,  নিজস্বীর পেছনে ছুটছে । প্রকৃত কবিতার পেছনে ছুটছে দেখতে গেলে দূরবীন লাগবে ।দিপালী চক্রবর্তীর কবিতার প্রচ্ছদ বিষয়ে কিৎসুই বোঝেন না । মন খারাপ করে দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...