নীল ধারাপাত
অরুণ দাস
ঠেক দি নষ্ট গ্লাসে
হিমেল জিজ্ঞাসা রাখে বাঁশীর বাঁক
অলস ঝিঁঝিঁদের কামনা ফেরত
ব্যাকুলতা ফেরত
অবাক,তুমিও উত্তাল হচ্ছো জ্যোৎস্না ছুঁয়ে ৷
শিশিরের শব্দে থমকে যায় পাতারা
শূণ্য শেখায় বৃষ্টির রং
মূর্ছনা ফেলে ঘামের শব্দে ৷
সূর্য ফেরত চোখের ঢলে পড়া
দেখ, কেমন আমিও টপকে যাচ্ছি ছাউনির নিষেধ৷
গুম হই ইশারায়
পতন বাঁচাই অস্বচ্ছ শিকড়ে
উদ্ভ্রান্ত সোহাগের
কাঁপন চেনে চিবুক
কষ্ট নয় মিশে যাওয়া....
দেমাগ সন্ধ্যায়,মস্তি ফেরত মেয়েদের৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন