নির্দয় সময়ের অভিজ্ঞান
উত্তর বিশ্বাস
হাত ছাড়ো,
সূর্যকে সামনে রেখে
একাকী হেঁটে হেঁটে যাও নদীর কাছে।
মরমি বাতাসের হৃদয় থেকে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে কথা বলো পাখিদের সাথে, সঞ্চারমান মেঘেদের সাথে।
তারপর
সমস্ত মুখোশ পুড়িয়ে অরণ্যের কাছে গিয়ে দাঁড়াও,
সেখানে বন্ধুত্বের ছায়া নিয়ে বৃক্ষেরা অপেক্ষা করে আছে অনন্তকাল।
ধৈর্য ধরো,
সূচনা করো নতুন জীবনের
ভুল বুঝোনা মহানুভব পৃথিবীকে।
মাটিকে স্পর্শ করো মায়ের মতো,
ঘাস ও ফুলের ঘ্রাণ নাও অনাবিল ঘ্রাণ ,
পিঁপড়ে ও হাতীদের কাছ শিখে নাও স্বজাত্যবোধ।
হাত ছাড়ো,
মৃত্যুর নৈঃশব্দে নির্মোহ আকাশের দিকে তাকাও,
শুধু দূরে থাকো
মানুষ থেকে অনেক দূরে
অন্তত এই নির্দয় সময়ে যতটা দূরত্বে থাকা সম্ভব।
©উত্তর বিশ্বাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন