শব্দব্রাউজ ৫৭৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-578, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৭৮
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ৮। ২২। সকাল ৭টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: পুজোর গন্ধ এসেছে
ভোরের পুজো গন্ধ
ছুঁয়ে
অবাক দিন সামনে,
এই শরৎ । এই আনন্দ ।
হরেক স্বাদ হরেক গন্ধ
মিলেমিশে
শরৎ। শরৎ ।
ঢাকের বোলে নতুন প্রাণ ।
এসেছে বলেই দিন কাটছে
অন্য ছন্দে নিখুঁত সমে ।
ভালো লাগল।
উত্তরমুছুন