শব্দব্রাউজ ৫৭৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-576, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৭৬
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ৮। ২২। সময় ৮টা ।
শব্দসূত্র: ফেসবুকে দুনিয়া দেখছি
ফেসবুকে জীবন পাত্র উচ্ছ্বলিয়া । বিশ্বসংসার। প্রচার প্রভাব । আস্ফালন । অতীতে কি ছিল! বর্তমান কি হইয়াছে । হা হা ....
দুনিয়া জুড়ে অযুত ভোগবিলাস । কোন প্রিয় শব্দ সেখান থেকে উঠে আসেনা ।
দেখছি সবই । তার ভেতর থেকে বাঁচছি সারাদিন , আর বাছছি স্বার্থপরতা পরার্থপরতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন