শব্দব্রাউজ ৫৭১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-571, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৭১
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৮। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: এরই নাম প্রেম
এরই নাম প্রেম
যা স্বপ্নে
ট্যুরিস্ট হাওয়ার সঙ্গে
ভাব জমায় ।
এরই নাম প্রেম
যা জীবনের সামনে
সব জিজ্ঞাসা চিহ্ন
সরিয়ে দেয় ।
এরই নাম প্রেম
যা অশুভ সরিয়ে
শুভ আলোর শুভেচ্ছা
মাখিয়ে দিয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন