শব্দব্রাউজ ৫৭০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-570, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৭০
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২১। ৮।২২। সকাল আটটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: রোদ্দুর মাখব চোখের কাজলে
রোদ্দুর ধরতে গিয়ে
ধরে ফেললাম শূন্য,
আমি তখন আমাতে নেই ।
দিনের সোহাগ মাখতে মাখতে
পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্ন হাজির হয়,
চোখের সামনে আমার ভাগ্যাকাশ ।
চোখের আলোয় হরেক খুঁত নিখুঁত
মনের আলোয় শুধুই সৌন্দর্য,
বিমূর্ত কখন যে মূর্ত হয়ে ওঠে!
কাজল নদীর জলে ছলাৎছল
তার পাগল রূপ নিয়ে কি ছবি আঁকব?
তা কি হবে প্রকৃত উচ্ছ্বল!
বিমূর্ত কখন যে মূর্ত হয়ে ওঠে! দারুণ
উত্তরমুছুন