শব্দব্রাউজ ৫৬৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-569, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৬৯
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২০। ১২। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: থাকলে আরো কিছুক্ষণ
থাকলে জীবন জুড়ে
তুমি তুমি তুমি ,
স্বপ্ন সোহাগ জুড়ে ।
আরো জীবন কাম্য
আরো শব্দ কাম্য
সম্পৃক্ত সময় ধরে ।
কিছুক্ষণ নয় আজীবন
প্রতি মুহূর্তে সংবহনে কাব্য ।
গেরস্থ হওয়া আর হল না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন