শব্দব্রাউজ ৫৬৭৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-567, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৬৭
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ১২। ২২। সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: নয় মধুর খেলা
নয় এ জীবন সুখের
কাকে বলবো,
করুণা ধারায় কেউ কি আসে?
মধুর বাঁশির সুর
মানে কৃষ্ণ সুখ,
বুঝি রাধা কেন আকুল হয়েছিল!
খেলা তো অনুপল মুহূর্ত ঘিরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন